ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, মীর শওকত আলী বাদশা এমপি, সামসুল আলম দুদু এমপি এবং গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে ৩৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশের বালুমহালের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, ৮টি বিভাগে মোট ৭৬৫টি বালুমহাল রয়েছে, যার মধ্যে ৩৯৫টি ইজারা দিয়ে ৬৫ কোটি ৯৩ লক্ষ ১৪ হাজার ৩শত ৬৯ টাকা আয় করা হয়েছে যা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। অবশিষ্ট ৩৭০টি বালুমহাল নিয়ে রিট মামলা চলমান থাকায় এগুলো ইজারা দেয়া সম্ভব হয়নি। তবে রিট মামলাসমূহের নিষ্পত্তি সাপেক্ষে এগুলো ইজারা দেয়া হবে। কমিটি সরকারী রাজস্ব আয় বৃদ্ধি করার স্বার্থে মন্ত্রণালয়কে বালুমহালের ইজারা প্রদান অব্যাহত রাখার সুপারিশ করে।

বৈঠকে দেশের বিভিন্ন এলাকার গুচ্ছগ্রামসমূহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি গুচ্ছগ্রাম প্রতিষ্ঠায় স্থানীয় সংসদ সদস্যগণকে অন্তর্ভুক্ত করে এ কার্যক্রম সম্পন্ন করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে সাধারন জনগনের যাতায়াতের সুবিধা সম্বলিত স্থানে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয় ।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল জলিলসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০১:৫২   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ