পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য ৫৫৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে সময় লাগবে ২০২০ সাল পর্যন্ত। তবে সেনাবাহিনীকে দেয়া এ প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ এর এমপি লিয়াকত হোসেন খোকা, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. সানজিদা খানম, এড. হোসনে আরা বেগম বাবলী সহ জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এলজিইডি’র সহায়তা চাওয়া হয়েছে। সিটি মেয়ররা এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়ায় ডিএনডি অঞ্চলের মানুষেরা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে।
আগামী বর্ষা মৌসুমের আগেই ডিএনডিবাসীর দুর্ভোগ লাঘবের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও মন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া, পুলিশ সুপার মো: মঈনুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ মো. বাদল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৩ ৫৬০ বার পঠিত