খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ওলামাদল ও উপজেলা বিএনপি।
উপজেলার যাত্রামুড়া এলাকায় রোববার (১৫ অক্টোবর) সকালে জেলা ওলামাদলের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহসভাপতি সামছুর রহমান খান বেনুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরন, জেলা ওলামাদলের সহসভাপতি ডা. মাজহারুল ইসলাম আজাহার, এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তারাব পৌর ওলামাদলের সভাপতি মো. কামাল খান, জেলা সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক হাজী মোজাম্মেল হক মোজা, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ডা. শাহীন, পৌর ওলামাদলের সাধারণ সম্পাদক আমির হোসেন, নাছির মোল্যা, আলম মিয়া, রূপগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি ইদ্রিস আলী, কালাম মোল্যা, তোফাজ্জল হোসেন, সজিব মিয়া, আলাল খন্দকার, মহিলা নেত্রী অজুফা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। এজন্য মন্ত্রী-এমপিরা পাগলের প্রলাপ বকছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রাখার জন্যই মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। মামলা, হামলা, নির্যাতন করে বিএনপিকে আর দূরে রাখা যাবে না।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:১০ ৩৪০ বার পঠিত