
নিউজটুনারায়ণগঞ্জ : শহরের খানপুর, মেইন রোডের মাউরাপট্রী,ব্যংক কলোনী,তল্লা রেললাইন, বোবার বাড়ী, নিকশন বাড়ি, গফুর মেম্বারের বাড়ি, সর্দারপাড়া, হাজীগঞ্জসহ আশেপাশের এলাকায় জমে উঠেছে মাদক ব্যবসা। মাদক ব্যবসায়ীরা অনেকটা প্রকাশ্যেই মাদক বিক্রি করে আসছে। মূলত খানপুর ও তল্লা রেললাইন এলাকাটি নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা এলাকার মধ্যবর্তি এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা অনেকটা নিশ্চিন্তে মাদক ব্যবসায় করছে। এই এলাকাগুলোতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সকল প্রকার মাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খানপুর, তল্লা রেললাইনসহ আশেপাশের এলাকায় ৫০ জন মাদক ব্যবসায়ী সকল প্রকার মাদক বিক্রি করছেন। মোবাইল ফোনে কল দেয়া মাত্রই মাত্রই মাদক সেবীদের কাছে মাদক পৌছে দিচ্ছে ব্যবসায়ীরা। এরা হলেন, মজিবরের পুত্র শাহীন, সোহাগ, রবিউলের পুত্র পায়েল, ইয়াবা সম্রাট জনি, মৃত আবুলের পুত্র রাসেল, কাইল্লা সুমন, রাকিব, মাধু মিয়ার পুত্র শাকিল, ফালানের পুত্র আজিম, নাছির, নূর মিয়ার পুত্র রিপন, রানা, পোকা মিয়া, গুড্ডু, দেলোয়ার বাবুর্চির পুত্র হৃদয়, সাইদুলের পুত্র ফাটা সুমন, মুন্না, পান্না, ইয়াসিন, জাহাঙ্গীর, জহিরুল, মতি মিয়া, দেলোয়ার, বাবু, মনির, ইব্রাহিমসহ আরো বেশ কয়েকজন এলাকাতে মাদক বিক্রি করে আসছে। এদিকে এলাকাগুলোতে মাদক সেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে গেছে। বিষয়টি নজরে আনতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয়রা।
তথ্য সুত্র, ডান্ডিবার্তা
বাংলাদেশ সময়: ২৩:২৩:১৬ ২৩৮ বার পঠিত