ফতুল্লা সিটি করপোরেশন না হওয়ায় অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা সিটি করপোরেশন না হওয়ায় অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০



---

ফতুল্লার ইউনিয়নগুলি সিটি করপোরেশনের আওতাভুক্ত না হওয়ায় একদিকে যেমন অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে অপরদিকে তেমনি সিটি করপেোরেশন এলাকা থেকে পিছিয়ে পড়ছে ফতুল্লা থানা এলাকা। তাই অত্র এলাকা এখনই সিটি করপোরেশনের আওতায় নেয়ার জন্য সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপ চায় এলাকাবাসী।
এদিকে ফতুল্লা থানার চারটি ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্র্ভূক্ত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্র। সম্প্রতি গোগনগর, কাশীপুর, এনায়েতনগর এবং ফতুল্লা ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত হচ্ছে বলে জোর গুঞ্জন চলছে। কিন্তু গতকাল এ বিষয়ে জানতে সিটি করপোরেশনে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় এখনো এমন কোনো সম্ভাবনা নেই। কেনোনা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের রিপোর্ট ছাড়া এসব ইউনিয়ন সিটি করপোরেশনের আওতায় নেয়া মোটেও সম্ভব নয়। আর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এ বিষয়ে কোনো রিপোর্টই পাঠাচ্ছেন না। তাই এসব ইউনিয়ন সিটি করপোরেশনের আওতায় যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে জেলা প্রশাসক যদি নোটিশ পাঠাতেন তাহলে আরো আগেই এসব ইউনিয়ন সিটি করপোরেশনের আওতায় চলে যেতো।
এদিকে সম্প্রতি এসব ইউনিয়নের জনগনের মাঝে এই গুঞ্জন চলছে যে তারা সিটি করপোরেশনের আওতায় চলে যাচ্ছেন। এতে সাধারন মানুষের আনন্দ উল্লাস চলছে। এসব এলাকার সচেতন মহল মনে করেন, ফতুল্লা থানা এলাকা এখন আর গ্রাম এলাকা নয়। শুরু থেকেই ফতুল্লাকে নারায়ণগঞ্জ শহরের অংশ হিসাবে গন্য হয়ে আসছে। শুধু তাই নয় এটা একটি শিল্প এলাকা হিসাবেও পরিচিত। কিন্তু প্রভাবশালীদের নানা রকম মতপার্থক্যের কারনেই এখন পর্যন্ত অত্র এলাকা সিটি করপোরেশনের বাহিরে রয়ে গেছে। তাই যতো দিন যাচ্ছে ততোই নারায়ণগঞ্জ শহর-বন্দর এবং সিদ্ধিরগঞ্জের সাথে উন্নয়ন বৈষম্যও বাড়ছে। ওসব এলাকায় পরিকল্পিত উন্নয়ন হচ্ছে। কিন্তু বিপরিতে ফতুল্লায় উন্নয়ন হচ্ছে অপরিকল্পিত ভাবে। ফলে ফতুল্লা অঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সহ নানা রকম সংকট দেখা যাচ্ছে। শুধু তাই নয় উন্নয়নেও বৈষম্য হচ্ছে। বিশেষ করে এনায়েতনগর ফতুল্লা এবং কুতুবপুর ইউনিয়নের রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যাবস্থা পরিকল্পিত হচ্ছে না। আর এসব এলাকার জনগনযে কোথাও গিয়ে অভিযোগ করবে সেই জায়গাও নেই। তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে ফতুল্লা থানা এলাকা। আর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এসব বিষয়ে মন্ত্রনালয়ে কোনো রিপোর্ট না পাঠানোর কারনে ফতুল্লা থানা এলাকা এখন সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ার সম্ভাবনাও নেই।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১০   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ