
আমেরিকান অভিনেতা টম হ্যাংকস এবং খ্যাতনামা জেমস বন্ড অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো, ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’র অভিনেতা ইদ্রিস এলবার পর ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা ক্রিস্টোফার হিভজু করোনা আক্রান্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ক্রিস্টোফার নিজেই। তিনি ও তার পরিবার নরওয়েতে কীভাবে সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন, তা জানিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা। ক্রিস্টোফারের কথায়, তার বাড়ির মানুষেরা ঠিক থাকলেও তিনি আপাতত একটু সর্দি-কাশিতে ভুগছেন। পাশাপাশি তিনি জানান, মারণরোগ করোনা আরও ভয়াবহ আকার নিতে চলেছে, এজন্য সবার উচিৎ সাবধানতা অবলম্বন করা।
অভিনেতা বলেন, সবাইকে একসঙ্গে করোনার মোকাবিলা করতে হবে। জনগণের স্বার্থে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৬ ১৮২ বার পঠিত