
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা (সিইসি) বলেন, ‘এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিইনি। করোনাভাইরাস কতখানি প্রভাব ফেলবে, সেটা আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। তবুও আমরা আরও এক-দুইটা দিন দেখব। তারপর সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ভোটের মাত্র কয়েকদিন বাকি থাকায় ঢাকার উপনির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আবার পরিস্থিতি খারাপ হলে ভিন্ন চিন্তার কথাও বলেন সিইসি।
কে এম নূরুল হুদা বলেন, ‘এখনও ২১ মার্চই নির্বাচন করার চিন্তা আছে। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।’
করোনায় ভোটের প্রচারে সতর্কতার কথা তুলে ধরে সিইসি বলেন, “নির্বাচনের প্রস্তুতি তো শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনী প্রচারণা করছেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়, তাদের অনুরোধও আছে। আমরা বলেছি, তারা যেন জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলেন। যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চান জনসমাগম না করে।’
এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নির্বাচন ভবনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেন প্রধান নির্বাচন কমিশনার।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৮ ১৪২ বার পঠিত