নারায়নগঞ্জের রূপগঞ্জে রংধনু মডেল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার গর্ন্ধবপুর এলাকায় ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংধনু মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শুকুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলামিস্ট, গবেষক, ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ লায়ন মীর আব্দুল আলীম।
উদ্বোধক হিসেবে ছিলেন, স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মকবুল হোসেন, খলিল সিকদার, সাইফুল ইসলাম, দুলাল ভুইয়া, রুবেল মাহমুদ, শেখ সুমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২২ ৫৩৫ বার পঠিত