
ঝালকাঠিতে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ রোববার সকালে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, শহরের পূর্বচাঁদকাঠি ও সদর উপজেলার রামনগর গ্রামের এক নারী ও এক পুরুষের গত ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সকালে তাদের রিপোর্ট আসে। দুজনেরই করোনা শনাক্ত হয়েছে। তারা দুজনেই সুস্থ থাকায় বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০০:৪৯ ১৩২ বার পঠিত