নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও একজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে আরও একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করেছে স্বাস্থ্য প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতলটি লকডাউন ঘোষণা করা হয়।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সেটির তিন চিকিৎসক ও একজন কর্মচারী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই হাসপাতালের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতালটি লকডাউন থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:২১:২৭ ১১৮ বার পঠিত