
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাধবপুর রঘুনাথপুর গ্রামে হঠাৎ ঝড়ের তাণ্ডবে পাকা দেওয়াল ধসে জাহানারা খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী নাম মো. বাদশা। তিনি পেশায় একজন রিকশাচালক।
পুলিশ জানায়, সন্ধ্যার কিছু আগে প্রচণ্ড বেগে হঠাৎ ঝড়ের তাণ্ডবে নিহত নারীর বাড়ির বারান্দার টিনগুলো উড়ে যায়। ঝড়ের বেগ দেখে নিজেকে বাঁচাতে তিনি ঘরের খাটের নিচে অবস্থান নেয়। এ সময় ঘরের পাকা দেওয়াল ধসে চাপা পড়ে। এতে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০:১১:৪০ ১২৫ বার পঠিত