
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বজ্রপাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ৮নং ওয়ার্ড চরকচ্ছফিয়া গ্রামের বেড়ি বাঁধের উপর এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই গ্রামের সিরাজ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাজের জন্য বাড়ি থেকে বের হয় দিনমজুর রাজু। বাড়ির পাশ্ববর্তী বেড়ি বাঁধের উপর পৌঁছলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে সে বাড়িতে ফিরে আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগরিবের নামাজের পর নিহত রাজুর লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৪৮ ১৮২ বার পঠিত