
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা পূর্বাঞ্চল সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদককারবারি কাপ্তান ভূঁইয়া ইয়াবার চালানসহ গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তঘেঁষা ছোট কুড়িপাইকা গ্রামের নিজ বাসভবন থেকে আখাউড়া থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাপ্তান ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের আবদুল আজিজ ভূঁইয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী যুগান্তরকে বলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা শীর্ষ মাদক চোরাকারবারি কাপ্তান ভূঁইয়াকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কাপ্তান পুলিশের তালিকাভুক্ত ও উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি।
সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করে। এ সময় তিনি পালিয়ে যান।
ওসি জানান, একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাপ্তান পলাতক ছিলেন। নিজ বাসভবনে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারের পর শুক্রবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩:১২:০৮ ১৫৮ বার পঠিত