
সুনামগঞ্জে দুই সাংবাদিকসহ জেলায় নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৪ জনে।
শুক্রবার সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে এ পর্যন্ত জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৬১ জন।
তিনি আরও জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলার ৮টি উপজেলার ১৫টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নি করে লকডাউন করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:৩৫ ১২৯ বার পঠিত