
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় চিকিৎসক, একই পরিবারের চারজনসহ ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬৯ জন। যার মধ্যে পুরুষ ৩৩৩ জন, নারী ১১৩ জন ও শিশু ২৩ জন রয়েছে।
বর্তমানে ২৪৩ জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১১ জন, হাসপাতালে ভর্তি ১১ জন এবং মারা গেছেন ৭ জন। গত ২৪ ঘন্টায় ১৬ জন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
বৃহস্পতিবার রাত ৯টায় প্রাপ্ত তথ্যে তিনি জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ৮৮ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ১১ জনের করোনাপজিটিভ, ২টি ফলোআপ পজিটিভ এবং বাকি ৭৫টির ফলাফল নেগেটিভ।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৫২ ৯৮ বার পঠিত