সোনারগাঁয়ের সাদিপুরে কাজহরদী নোয়াকান্দীতে ২টি মুরগির ফার্মের বর্জ্য অব্যবস্থাপনার কারণে ২০টি পরিবার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ফার্মের স্থাপনা ঝুলে মাটির উপর পড়ে আছে, ফার্মে ব্যবহৃত বর্জ্য দীর্ঘদিন না নিস্কাশন করায় পঁচে গলে অসংখ্য পোকা জন্ম নিয়েছে এবং তার সাথে অর্ধপাকা ভাঙ্গা পায়খানার বর্জ্য মিশে একাকার হয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি করেছে। তাছাড়া উক্ত বর্জ্যরে উপর দিয়ে ভিতরের বাড়িগুলোতে অবস্থান করা লোকজন পাকা রাস্তায় আসার ক্ষেত্রে এই ময়লার উপর দিয়ে ভাঙ্গা বাঁশের সাকো দিয়ে যাতায়াত করে। চলাচলের একটি রাস্তা আগে থাকলেও বর্জ্যরে কারণে সেটি বিলিন হয়ে গেছে। এতে একদিকে বর্জ্যরে দুর্গন্ধে সবার নাভিশ্বাস উঠছে অন্যদিকে গুরুত্বপূর্ণ যে কোন কিছু উক্ত বর্জ্যে পড়ে হারিয়ে যাবার আশংকা বাড়ছে।
এ বিষয়ে সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ মোল্লার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টির অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি নিয়ে আমি ইউএনও’র সাথে কথা বলেছি। লিখিত অভিযোগ দেয়া হলে অবশ্যই আমরা বিষয়টি খতিয়ে দেখব।
বাংলাদেশ সময়: ২০:৩৮:০৫ ৩৮৯ বার পঠিত