প্রবাসী ব্যবসায়ীদের র্যামিটেন্স এর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান। প্রয়োজনে তিনি সংযুক্ত আরব আমিরাতে বিজনেস কাউন্সিল ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষনের মাধ্যমে অদক্ষ ও কর্মহীন শ্রমিকদের দক্ষতাবৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন।
১৪ অক্টোবর রাতে সুদূর সংযুক্ত আরব আমিরাতের এশিয়ান প্যালেস হোটেলে আজমান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান রাখেন।
এ সময় সেলিম ওসমান আগামী ২০১৮ সালের ১৮ জানুয়ারী বাংলাদেশের বাণিজ্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়ে নতুন পণ্য বাজারজাত করনের জন্য একটি মেলা আয়োজনের ঘোষণা দেন।
২০১৮ সালের মধ্যে আজমানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নামে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ দেরহাম অনুদানের ঘোষণা দিয়েছেন।
আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়রসহ-সভাপতি আইয়ুব আলী বাবুল। সভায় আরো উপস্থিত ছিলেন- সুলতান সাইফ গালাদার।
শুভেচ্ছা বক্তব্য ও মানপত্রপাঠ করেন আজমানের বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি হাজী সেলিম।
সভায় চিটাগাং সমিতি, সিলেট সমিতি, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ, আজমান বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ সমিতি, দুবাই বিজনেস ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ দুবাই এবং নারায়ণগঞ্জের প্রবাসী গোলাম জাকারিয়া ভূঁইয়া, হাসান মাহমুদ, হাবিবুর রহমান বাবু, রানা, হানিফ মিয়া, জজ মিয়া, মুজিব মিয়া, আক্তার হোসেন, আহমেদ মাহ্তাব উদ্দিনসহ বিভিন্নব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১৩ অক্টোবর রাতে স্থানীয় একটি হোটেলে নারায়ণগঞ্জের প্রবাসী ব্যবসায়ীদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেন এমপি সেলিম ওসমান।
বাংলাদেশ সময়: ২০:৪৪:০০ ৩৮১ বার পঠিত