ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দিয়েছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন।
রবিবার দুপুরে কলেজের গণিত ভবনে ২০১৫ সালের বিএসসি (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ ফল লাভকারী ফারহানা জাহানকে এক ভরি ওজনের স্বর্ণপদক, দশ হাজার টাকা ও এমএসসিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী মিলন কুমার দাসকে স্বর্ণপদক ও পনের হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ হোসেন, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৮ ৩৭৭ বার পঠিত