
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আজ সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান বলেন, নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২২তম বিসিএসে উত্তীর্ণ পুলিশ বিভাগের এই কর্মকর্তা চট্টগ্রামের আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের মৃত্যুতে নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১১:৩৫:৪৪ ১৩৭ বার পঠিত