
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্থাটির মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। বুধবারের এ অনুষ্ঠানে তিনি একটি আম গাছের চারা রোপণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও চলমান করোনা পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষের হেফাজত ও কোস্ট গার্ডের সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের উপমহাপরিচালক, জোনাল কমান্ডার, ঢাকা জোন ও সদর দপ্তরের অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও কর্মচারিরা। এরই মাধ্যমে সারা দেশে কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে কোস্ট গার্ড কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হল।
এ কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে ১২ হাজার ফলজ, বনজ, ও ওষুধি গাছের চারা কোস্ট গার্ডের সব ঘাঁটি, স্টেশান, ও আউটপোস্টে বিতরণ করা হবে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থাপনা ও জনসাধারণের নিকট গাছের চারা দেয়া হবে রোপণ করার জন্য।
বাংলাদেশ কোস্ট গার্ড প্রতি বছর প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী পরিবেশ বন্ধু গাছ রোপণে নিয়মিতভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:২০:৩১ ১৪০ বার পঠিত