
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী।
জানা গেছে, তারা সকলেই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
আইসোলেশন ওয়ার্ড এক জন এবং আইসিইউতে দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৪৭১ জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪১:৫৮ ৮৯ বার পঠিত