
প্রস্তাবিত রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ পাস হলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অঙ্গহানি হবে; যাতে একে বিকলাঙ্গ মনে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আজ (বুধবার) দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ এর বিরোধিতা করে তিনি এসব কথা বলেন। এসময় আইনটি সংশোধনের পক্ষ মত দেন তিনি।
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের ৭০তম সভায় রাজনৈতিক দলের স্বতন্ত্র নির্বাচন আইনের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে ত্রুটি সংশোধন করে আবারো বসবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন ভবনে রাজধানীর আগারগাঁওয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। ৪১টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি করা হয় এই আইনের খসরা।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৫৬ ৭৮ বার পঠিত