মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: সোনারগাঁও এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: সোনারগাঁও এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০



---

ফাইল আটকে ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জামাল মোল্লাকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার সাক্ষ্যগ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা।

সাক্ষী প্রদান শেষে মুক্তিযোদ্ধা জামাল মোল্লা বলেন, ‘এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুসারে চাষাবাদের জন্য মোগরাপাড়া ইউনিয়নের ভাগোলপুর গ্রামে আমার জমির পাশে একটি অনাবাদি ও অকৃষি জমির বন্দোবস্ত পেতে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি আবেদন করি।

আবেদনের পর দীর্ঘ আট মাসের অধিক সময় পরও আমার ফাইলটি ভূমি অফিসেই পড়ে থাকে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে ওই অফিসের সার্ভেয়ারের সহযোগী হিসেবে কাজ করা ওমেদার মো. সোহাগ কাজ করিয়ে দেয়ার কথা বলে আমার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

তিনি আরও বলেন, গত ১৬ জুলাই ভূমি অফিসে গিয়ে ফাইল আটকে ঘুষ চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আমাকে অপমান করে ওই অফিস থেকে বের করে দেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদে অভিযোগ করেছি। তদন্তে যা জিজ্ঞেস করেছে তার জবাব দিয়েছি।

তবে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার অভিযোগ অস্বীকার করেছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা বলেন, সাক্ষ্য নিয়েছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১:০২:২০   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ