চট্টগ্রামে লবণ বোঝাই একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ৯টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের উপকমিশনার(বন্দর) মো.শহিদুল্লাহ জানান, টেকনাফ থেকে আসা একটি লবণ বোঝাই কাভার্ডভ্যানে ইয়াবার বড় চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মইজ্জারটেক এলাকায় গাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর ওই কাভার্ডভ্যান থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামরা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫:২৭:৫৩ ৩৯১ বার পঠিত