জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার বিরোধীতাকারী- আনোয়ার হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার বিরোধীতাকারী- আনোয়ার হোসেন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০



---

নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ স্বাধীনতার বিরোধীতাকারী। হাওয়া ভবন করে ছিলেন তার ছেলে তারেক রহমান। সকল ভবনকে দূরে রেখে ওই হাওয়া ভবন থেকে সকল অপকর্ম করে গেছেন।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে ৫৮টি হুইল চেয়ার, সদর উপজেলা ৪০টি হুইল চেয়ার ও ৬৬টি সেলাই মেশিন বিতরন করা হয়।

আনোয়ার হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সকল অপকর্ম অপসারণ করে আজ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলেছেন। অসহায় ও দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শে জেলা পরিষদের সকল কার্যক্রমে অংশ নিবে। গতবার বন্দরে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছিল। আজ বন্দর ও সোনারগাঁয়ে নারী ও প্রতিবন্ধীদের কিছু দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ জন্ম হত না। তার ধারাবাহিকতা বজায় রেখে আজ গর্বিত বাংলাদেশ রূপ দিয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক সহ পরিবারের সকলকে হত্যা করে, বাংলাদেশের উন্নয়নে থমকে দিয়ে ছিলেন সেই সময় স্বাধীনতা বিরোধীরা। তারা বাংলাদেশকে পাকিস্তানী কায়দা চলাতে চেয়েছিল। তারা শুধু হত্যা করে ক্ষ্যান্ত হয়নি, তারা জয় বাংলা বদল করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান করে ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহামুদা মালা, সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সদস্য মজিবুর রহমান রোমান, সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সদস্য এডঃ নুরজাহান বেগম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়ালীউউল্লাহ ও উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫৭   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ