
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় গ্রেপ্তার খায়রুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবা আক্তারের ৪ নং আমলি আদালতে পুলিশ সোর্পদ করলে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নেত্রকোণার মোহনগঞ্জ ফাগুয়া হাওড় এলাকা থেকে শুক্রবার ভোরে খায়রুলকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্য বাজারস্থ রহিমের চা-স্টলের সামনে মাসুদুর রহমান শুভ্রকে দুস্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে।
বাংলাদেশ সময়: ২১:৩৬:১৯ ১০৯ বার পঠিত