
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, নদী শাসন না করে কখনোই তীর সংরক্ষণ টেকসই হবে না। নদী শাসন এবং তীর সংরক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
আজ দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দাদের নদী ভাঙ্গন থেকে রক্ষায় নদী ড্রেজিং কার্যক্রম পরিদর্শন উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জাহিদ ফারুক আরো বলেন, নদী শাসনের কোন বিকল্প নেই। তাই নদীর স্রোতের গতিপথ যদি মাঝামাঝি দিয়ে করতে পারি তাহলে শ্রীপুরের দিকে পানির ধাক্কাটা কম হবে এবং শ্রীপুরের দিকে ভাঙ্গন হবে না বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপিসহ পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তা ও স্থানীয় আওয়ামি লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৬ ১২১ বার পঠিত