
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক মো. জহিরুল ইসলাম (৩৩) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত সাহেব জানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাবব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলামপুর গ্রামের মুসলিমপুর ব্রিজের ২০ গজ দক্ষিণে মো. লুটুর আমবাগানে অভিযান চালায় র্যা বের একটি দল।
এ সময় একটি বিদেশি রিভলভার, দুটি রাউন্ড গুলি, ৫১৫ গ্রাম হেরোইনসহ মো. জহিরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫১:১৭ ১৪০ বার পঠিত