
কক্সবাজারের জেলা গোয়েন্দা পুলিশ পেকুয়া থেকে দেশীয় অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পেকুয়া উপজেলার চৌমুহনী গরুর বাজার এলাকা থেকে একটি দেশীয় বন্দুক ও নগদ ১০ হাজার টাকাসহ অস্ত্র ব্যবসায়ী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিুকুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া অস্ত্র ব্যবসায়ীরা হলেন, পেকুয়া পশ্চিম ছিরাদিয়া এলাকার বাসিন্দা কায়সার উদ্দিন (৪৭), শেখের কেল্লা এলাকার আবদুর রহমান (২৫) এবং পূর্ব বিলহাজচুড়া এলাকার মো. দিদারুল ইসলাম (২০)। মঙ্গলবার রাতে পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অস্ত্র বেচাকেনার গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করেছে। তারা তিনজনই হচ্ছেন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া (হেড কোয়ার্টার) ও গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।
বাংলাদেশ সময়: ২১:৪৪:২৮ ১০১ বার পঠিত