সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্ন কর্মসূচি পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্ন কর্মসূচি পালিত
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০



---

বিডি ক্লিন নারায়ণগঞ্জ সদর শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর)সকালে মৌচাক বাসস্ট্যান্ড থেকে রহিম মার্কেট পর্যন্ত রাস্তায় দুই পাশে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে তারা।

এসময় প্রধান অতিথি ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ড শান্তি সংগঠনের সভাপতি মো: আবু বকর সিদ্দিক (আবুল) সভাপতি, উদ্যোক্তা নোটারীয়ান ডাঃ আল ওয়াজেদুর রহমান, বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর সমন্বয়ক এস এম বিজয়, সহকারী সমন্বয়ক মোঃ রাসেল মাহমুদ প্রমুখ।

পরিচ্ছন্ন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠন, সারফর হিউম্যানিটি, মাহমুদপুর সোনালী সংসদ, মাছরাঙ্গা খেলা ঘর আসর, সেবা সংঘ, মিজমিজি আল ইসলা যুব সংঘ, সিদ্ধিরগঞ্জ সূর্য তরুন সমাজ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করার আগে সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বিল্লাল হোসেন রবিন।

এরপর অর্ধ শতাধিক সদস্য ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করে। এসময় পথচারীদের যত্রযত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানানো হয়। বিডি ক্লিনে এমন কর্মসূচিকে সাধুবাদ জানান ওই এলাকার সাধারণ মানুষ।

প্রসঙ্গত: ২০১৮ সালের ১৩ জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিডি ক্লিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় বিডি ক্লিন পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ২২:০০:১১   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ