সোনারগাঁয় ঘরে ঘরে ডালিয়া লিয়াকতের মাস্ক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয় ঘরে ঘরে ডালিয়া লিয়াকতের মাস্ক বিতরণ
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০



---

সোনারগাঁ পৌরসভার ৮ হাজার ২শ পরিবারকে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক উপহার দিয়েছেন পৌর নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত।

শনিবার ডালিয়া লিয়াকতের পক্ষে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ পৌরসভার ৯টি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে মাস্ক উপহার দেন। এসময় তারা ভোটারদের কাছে মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের জন্য দোয়া ও ভোট কামনা করে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- পৌর নাগরিক কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, গরীব নেওয়াজ, আলহাজ রেজাউল করিম, আলহাজ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ এম এ জামান, মোতালিব মিয়া স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু নাইম ইকবাল, শাহীন মিয়া, অর্থ সম্পাদক আলহাজ জাকির ভূঁইয়া, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, শাহজালাল, দুলাল মিয়া, রফিকুল ইসলাম, ফারুক আহমেদ তপন, মনিরুজ্জামান মধু, পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর রোকসানা আক্তার।

আরও উপস্থিত ছিলেন- পৌর নাগরিক কমিটির কার্যকরী সদস্য আক্তার হোসেন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দীন, ইমরান, আব্দুল খালেক ভূঁইয়া, বাদল মিয়া, ওমর ফারুক টিটু, হাবিবুর রহমান হাবিব, মুকুল মিয়া, খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মুজিবর রহমান, শাহালম বাপ্পি, হাফেজ আলমগীর, মিলন মিয়া, শাহালম, খোরশেদ, মোহাম্মদ শহীদ, যুবলীগ নেতা নবনূর হোসেন সাবিক, মোহাম্মদ বাবু, সিরাজ মিয়া, জাহাঙ্গীর মিয়া, আব্দুর রউফ মিয়া, আরবী টিটু, কাউসার আহমেদ, বুলবুল, হাসান ইমাম, জসিমউদ্দীন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, বেবি আকতার, আকলিমা বেগম, মুজিবুর, জহির মিয়া, ডাঃ সাইফুল, জাহের মোল্লা, শাহপরান, রাসেল মিয়া, রাজু আহমেদ, মশিউর রহমান ও মাহাবুব সহ পৌর নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত বলেন, শীত মৌসুম হওয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন আবার বৃদ্ধি পাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপদ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আমাদের যথাসাধ্য সতর্কতা অবলম্বন করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪১   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ