
বেলুন ও পায়রা উড়িয়ে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। হোসাইন গ্রুপের স্পন্সরে অনুষ্ঠিত এই আয়োজনের এবারের লীগের নামকরণ করা হয়েছে ‘হোসাইন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১’।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ইসদাঈর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর মোল্লা, সদস্য মো. আসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান বিজয়ের পর সারাবিশ্বকে আমাদের দেশকে কোনো কিছু দিয়ে জানাতে পারি তাহলো ক্রিকেট। সবার মধ্যে যেন খেলোয়াড় সুলভ মনোভাব তৈরি হয়। নারায়ণগঞ্জ যে খেলোয়াড় তৈরির সূতিকাগার সেটা যেন চলমান থাকে।
তিনি বলেন, মাঠে আমাদের সবকিছু চলবে। আমাদের এই দেশকে গঠন করতে হবে। দেশকে গঠন করার জন্যে নিজেদের ফিটনেস দরকার। ফিটনেস বলতে শুধু শরীরকে ফিট রাখা না, ফিটনেস মানে মন দিয়ে তৈরি।
জেলা প্রশাসক বলেন, এই খেলোয়াড়রা মন দিয়ে তৈরি। এবার করোনায় যাদের মনের শক্তির পাশাপাশি ফিজিক্যাল ফিটনেস ভালো ছিলো তাদের বেশিরভাগই জয়ী হয়েছে। যারা খেলার মধ্যে ছিলো, যাদের মনে আনন্দ ও সামাজিক সম্পর্ক ছিলো তাদেরকে আমরা কম হারিয়েছি।
এবারের আসরে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো, নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী, শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী, কেসি এ্যাপারেলস ক্রিকেট একাডেমী, শামসুজ্জোহা স্মৃতি একাদশ, রেইনবো এসি, আলীগঞ্জ ক্লাব এবং ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও কে.সি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৬ ১০০ বার পঠিত