
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাদী, নলপাথর, উত্তরপাড়া, হাটাবো টেকপাড়া, আতলাশপুর, চামারটেক, ত্রিশ কাহিনা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানজুরা মোশারফ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল আহসান মারুফ, তিতাস গ্যাসের প্রকৌশলী খোরশেদ আলম, প্রকৌশলী আলী প্রকৌশলী তারেক সাগর, প্রকৌশলী মানিক মিয়া, প্রকৌশলী সরওয়্যার হোসেন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী কাউছার আলম পলাশ, শামিম আহমেদ, জহিরুল ইসলাম, সাইফুর রহমান, খইয়ুম ব্যাপারী, হাফিজুর রহমান সহ বিপুল পরিমান পুলিশ বাহিনীর সদস্য।
বাংলাদেশ সময়: ২২:১১:৫৫ ১৭৪ বার পঠিত