অটোরিকশা ছিনিয়ে নিতে চালক রনিকে হত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » অটোরিকশা ছিনিয়ে নিতে চালক রনিকে হত্যা
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০



---

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের রনি মিয়াকে (১৪) হত্যা করা হয় তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিতে।

ওই ঘটনায় গ্রেপ্তার দুই আসামি এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সদর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মজলিশপু গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (২৭) ও সরাইলের গোগদ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫)।

গতকাল সোমবার (২১ ডিসেম্বর) জবানবন্দি শেষে আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।

ছুরিকাঘাতে ও গলায় মাফলার পেঁচিয়ে তাদেরকে হত্যা করা হয় বলে ঘাতকরা স্বীকারোক্তিতে জানান। তারা আরো জানান, হত্যাকাণ্ডে আরো একাধিক ব্যক্তি জড়িত। ভাড়া নেওয়ার কথা বলে ঘাতকরা গাড়িতে ওঠেন। পরে রনিকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেন তারা।

মজলিশপুর গ্রামের দুলাল মিয়া ছেলে রনি মিয়া ১২ ডিসেম্বর অটো রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩ ডিসেম্বর ওই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়। ১৭ ডিসেম্বর বালুচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রনির বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত রবিবার (২০ ডিসেম্বর) রাতে ওই দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১২:২৫:৪৭   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ