
বন্দরে বাসা বাড়ীতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই চোরকে নগদ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে বাড়ী মালিক কামাল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা নং- ১৭(১২)২০। ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বন্দর পশ্চিম কুশিয়ারা এলাকায় কামাল হোসেনের বাড়ীতে এ চুরি ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলো ফতুল্লা কুতুবপুরের নয়ামাটি এলাকার ভাড়াটিয়া মাসুদ মিয়ার ছেলে সাগর (২৪) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম আশিক (২২)।
জানা গেছে, শনিবার সকালে পশ্চিম কুশিয়ারার কামাল হোসেনসহ তার পরিবারবর্গ বন্দর চৌধূরীবাড়ী এলাকায় দাওয়াত খেতে গেলে তাদের বাড়ি ফাঁকা থাকার সুযোগে উল্লেখিত দুই চোর কৌশলে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২৬ হাজার টাকা ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে।
চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাদেরকে ২ হাজার টাকাসহ দুই চোরকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করে।
চুরি মামলায় রোববার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১:৪৩:৩১ ১০৭ বার পঠিত