‘নাপিত স্বামীতো আমাকে সুখ দিতো, বাবার কী সমস্যা’; বললেন নারী চিকিৎসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নাপিত স্বামীতো আমাকে সুখ দিতো, বাবার কী সমস্যা’; বললেন নারী চিকিৎসক
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০



---

পেশায় নাপিত এক যুবককে বিয়ে করেছেন এক নারী চিকিৎসক। আইনি প্রক্রিয়ায় আগের স্বামীকে ছেড়ে দিয়েছেন তিনি। নতুন সংসারে সুখেই ছিলেন বলে জানিয়েছিলেন। তবে গণ্ডগোল বেঁধেছে তার বাবার দায়ের করা মামলায়। গ্রেপ্তার হতে হয়েছে তার স্বামীকে। বেধেছে বিপত্তি। সংসারের বদলে তাকে থাকতে হচ্ছে কারাগারে।

রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা ওই নারী পেশায় গাইনি চিকিৎসক। ভালোবেসে পেশায় নাপিত এক যুবককে বিয়ে করার পর ২১ মাস ধরে ঢাকার মোহাম্মদপুরে চাঁন মিয়া হাউজিংয়ে স্বামী ও এক শিশু সন্তান নিয়ে বসবাস করছিলেন।

কিন্তু ওই নারীর বাবার করা অপহরণ মামলায় ২১ ডিসেম্বর ঢাকা থেকে তাকে উদ্ধার এবং তার স্বামীকে গ্রেপ্তার করে রংপুর পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। পরদিন রংপুর নগরীর কেরানীপাড়ায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়।

সিআইডির পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ওই সংবাদ সম্মেলন করেন।

এই দম্পতিকে সংবাদ সম্মেলনে এভাবে হাজির করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্নজন।

শুধু নাপিত পেশার যুবককে বিয়ে কারায় সিআইডির পুলিশ সুপার ওই সংবাদ সম্মেলন করেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

তবে পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, পুলিশ যা করছে ঠিক করেছে। উনি ভালো চিকিৎসক। যাকে তিনি বিয়ে করেছেন তিনি লেখাপড়া জানেন না। চিকিৎসকের বাবার ফুটফরাশ খাটতেন। চিকিৎসকেরও কাজে সাহায্য করতেন। স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয়। চিকিৎসকের বাবার কথা ভাবতে হবে। তিনি এতো কষ্ট করে মেয়েকে বড় করেছেন।

গতকাল রোবাবার পুলিশ সুপার মিলু বিশ্বাস জানান, গেলো বছরের মার্চে রংপুর নগরীর এক ব্যবসায়ী তার গাইনি চিকিৎসক মেয়ে (৩৪) অপহৃত হয়েছে মর্মে এক তার মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মামলায় অভিযোগ মকরেন, নগরীর আলমনগর কলোনির এক নাপিত (৩৫) তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় দীর্ঘদিন চেষ্টা করেও অপহৃত চিকিৎসককে উদ্ধার করতে পারেনি। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই নারী চিকিৎসক তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে ওই যুবককে বিয়ে করেন। আগের স্বামীর ঘরের একটি ছেলে সন্তান এবং এই ঘরে একটি সন্তান রয়েছে। এর আগেও তারা একবার পালিয়েছিলেন। অনেক বুঝিয়ে মেয়েটিকে বাড়িতে আনা হলেও আবার তারা পালিয়ে যান।

ওই যুবক নারী চিকিৎসকের বাবার ব্যবসায় ম্যানেজারের দায়িত্ব পালন করতেন।

সিআইডির পুলিশ সুপার বলেন, ওই নারী জানিয়েছেন নতুন বিয়ে করে তারা সুখেই আছেন। তার বাবা তাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:২৭:০০   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ