রাজশাহীতে হুজির কমান্ডারসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে হুজির কমান্ডারসহ আটক ২
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০



---

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের আঞ্চলিক কমান্ডারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। সংগঠনকে শক্তিশালী করতে একটি বৈঠকের পরিকল্পনা ছিল বলে তারা পুলিশের কাছে স্বীকার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি ঢাকায় হরকাতুল জিহাদের নেতা আতিকুল্লাহ্ গ্রেফতার হয়। পরে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে কাশিমপুর কারাগার থেকেই বিভিন্ন আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এর ভিত্তিতে সংগঠনটির আঞ্চলিক নেতাদের ওপর গোয়েন্দা তৎপরতা বাড়ায় পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরীর খড়খড়ি বাইপাসে ভোর ৬টায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি অটোরিকশা থেকে হুজির রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও সদস্য আব্দুল আজিজকে আটক করে পুলিশ।

দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠনকে শক্তিশালী করার কাজ করতেন তারা। বুধবার রাজশাহীতে একটি মিটিং করতে আসেন। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।

আটক জঙ্গিদের থেকে এটিএম কার্ড, ফোন ও বেশকিছু জঙ্গি বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২২:৩১   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ