সিদ্ধিরগঞ্জে পুলিশের নামে চাঁদা তুলতো মুরগি রিপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে পুলিশের নামে চাঁদা তুলতো মুরগি রিপন
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০



---

শিমরাইল মোড়ে ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানের নাম ভাঙিয়ে দৈনিক অর্ধলক্ষাধিক টাকা চাঁদা আদায় করতো রিপন ওরফে মুরগী রিপন ও জামাল নামে দুই চাঁদাবাজ।

ফুটপাথে গড়ে উঠা অবৈধ দোকান নির্বিঘ্নে চলতে তারা দৈনিক পুলিশ ম্যানেজ করার জন্য একশ, সওজ কর্মকর্তাদের জন্য ৫০ ও বিদ্যুৎ বিল বাবদ ৩০ টাকা করে মোট ১৮০ টাকা চাঁদা নিতেন। তবে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন রিপন ও জামাল।

এদিকে বুধবার বিকেলে ফুটপাথে গড়ে উঠা ওই অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন ওসি মশিউর রহমান। এ সময় ফুটপাথে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, আমার নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের বিষয়টি জানতাম না। চাঁদার ভাগই যদি পেতাম তাহলে উচ্ছেদ করতে আসতাম না। উচ্ছেদ করতে এসে দোকানদারদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। যারা আমার নাম ভাঙিয়ে চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, জনবহুল শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে সওজের অধিনস্থ সরকারি জায়গা দখল করে তিন শতাধিক ফুটপাথ দোকান গড়ে উঠে। সওজ ও পুলিশ এসব দোকান উচ্ছেদ করলেও এক দুইদিন পরই আবার দোকান গড়ে উঠে।

বাংলাদেশ সময়: ২২:২৯:০৯   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ