মেডিকেল কলেজ আমাদের প্রাপ্য - শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেডিকেল কলেজ আমাদের প্রাপ্য - শামীম ওসমান
মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১



---

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন,এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি ছিল এবং আছে। বঙ্গবন্ধুকে অতিরিক্ত ভালোবাসার কারণে এবং এখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার কারণে নারায়ণগঞ্জ বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে। অথচ জাতীয় রাজস্বের ২৫ ভাগ কিন্তু নারায়ণগঞ্জ থেকে যায়। সুতরাং এই নারায়ণগঞ্জ অনেক কিছু ডিজার্ভ করে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে করোনার অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার নামে একটি মেডিকেল কলেজের প্রস্তাব দিয়েছি। নারায়ণগঞ্জ ক্লাবের পাশে ম্যাজিস্ট্রেট আদালতের ভবনটি খালি পড়ে আছে। আমি আইনমন্ত্রীকে ভবনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা বলেছি। এটাকে শুধু মাত্র হার্টের রোগীর জন্য হার্ট ইনস্টিটিউট করা হোক। পাশাপাশি জেলার দুই হাসপাতালকে আধুনিকায়ন করারও কথা জানিয়েছি। আশা করি শীঘ্রই কোনো ফলাফল পাবো। বিভিন্ন মানসিকতার সাংবাদিকতা থাকতে পারে, এটা স্বাভাবিক। মেডিকেল কলেজের জন্য সাংবাদিকরা লেখালেখি করলে আমাদের কাজটা আনতে সুবিধা হবে। কারণ এটা আমাদের প্রাপ্য।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে বড় বড় কাজগুলো সব নিয়ে আসছি। লিংক রোড, ডিএনডি এবং সর্বশেষ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আট মাস আগে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলাম।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর সচিবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানের সম্মিলিত উদ্যোগে এই হাসপাতালে আইসিইউ আনার ব্যবস্থা করা হয়েছে। নারায়ণগঞ্জে যে কাজগুলো করতে পেরেছি তার মূল ভূমিকায় নারায়ণগঞ্জের সাংবাদিকেরা। বিশেষ করে করেনাকালীন সময়ে মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া এমনকি হাসপাতালের ভেতরে ঢুকে অবস্থার খোঁজ নিয়েছেন। এসবের ভিডিও ধারণ করে আমার কাছে পাঠাইছে।’

শামীম ওসমান বলেন, ‘ঢাকার পাশে প্রাচ্যের ডান্ডি লিংক রোডে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় নির্মিত হলে নারায়ণগঞ্জবাসীর উপকারই হবে। এছাড়াও লিংক রোড, ডিএনডি প্রকল্পের উন্নয়ণসহ নানা কাজ করা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে করোনার মতো অনেক বিষাক্ত পদার্থ ঢুকে পড়েছে। যা চোখে দেখা যায় না। করোনা তো প্রতিরোধ করতে পারবেন। কিন্তু এই বিষাক্ত পদার্থগুলো দেশটাকে ধ্বংস করতে চায়। তারা আনাচে-কানাচে ঢুকে পড়ছে। করোনা চলে যাবে কিন্তু এই বিষাক্ত পদার্থগুলো যারা লেবানন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান সৃষ্টি করেছে। তারা যদি এই দেশেও এমনটা করতে পারে তাহলে আগামী প্রজন্মের কাছে একটা দেশ নয় বরং একটা জাহান্নাম রেখে যেতে হবে। বঙ্গবন্ধু, নেলসন মেন্ডেলা হাজার বছরে একবার আসে। কিন্তু মীরজাফর, খন্দকার মোশতাকরা প্রতিদিন তৈরি হয়। নারায়ণগঞ্জেও এমনটা আছে।’

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের সুপার ডা. আবুল বাশারের সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার প্রমুখ৷

আলোচনা সভার পূর্বে করোনার অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ শামীম ওসমান। যার রিপোর্ট ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন পরীক্ষা করতে আসা রোগীরা। সভাশেষে সর্বপ্রথম শামীম ওসমান নিজের করোনা অ্যান্টিজেন পরীক্ষা করান।

বাংলাদেশ সময়: ২১:৩১:৪৫   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ