আমার শহর আমার গ্রাম কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুচ্ছ কমিটি গঠন করা হবে - তাজুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমার শহর আমার গ্রাম কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুচ্ছ কমিটি গঠন করা হবে - তাজুল ইসলাম
বুধবার, ২০ জানুয়ারী ২০২১



---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমার গ্রাম আমার শহর কর্মসূচী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে গুচ্ছভিত্তিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘ আমার গ্রাম আমার শহর ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দর্শন। এই দর্শন বাস্তবায়নের লক্ষ্যে যে সকল মন্ত্রণালয়ের কাজের ধরনের মিল আছে সেগুলোর জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প প্রয়োজন।
মন্ত্রী আরো বলেন, এই কমিটিগুলো নিজেদের মধ্যে আলোচনা করে প্রকল্প গ্রহণ করবে এবং পরবর্তী করণীয় ঠিক করবে। পরবর্তীতে তা কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির কাছে উপস্থাপন করবে।
তাজুল ইসলাম আজ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ‘ আমার গ্রাম আমার শহর’ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভা শেষে এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামে শহরের সুযোগ-সুবিধা দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে গ্রামে উন্নত নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে।
তিনি বলেন, আমার গ্রাম আমার শহর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের পাশাপাশি আর কি কি প্রকল্প গ্রহণ করতে হবে গুচ্ছ কমিটি তা নির্ধারণ করবে। এতে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন কাজে গতি আসবে।
আমার গ্রাম আমার শহর প্রকল্প কবে নাগাদ শেষ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল বলেন, আমার গ্রাম আমার শহর কর্মপরিকল্পনাটি একক কোন প্রকল্প নয়। গ্রামকে শহর করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়ের নিজস্ব প্রকল্প রয়েছে। আর সবগুলো প্রকল্পের সমন্বিত রূপ হচ্ছে আমার গ্রাম আমার শহর প্রকল্প।
এ বিষয়ে তিনি বলেন, যেহেতু দেশের প্রতিটি গ্রাম এই প্রকল্পের অধীন, সেহেতু এই কর্মপরিকল্পনা সম্পন্ন না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।
এ সময় তাজুল আরো জানান, আমার গ্রাম আমার শহর কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ১৫টি গ্রামকে পাইলটিং হিসেবে গ্রহণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি কারিগরি প্রকল্প তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের অপেক্ষায় আছে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সহ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, এলজিইডি ও ডিপিএইচ’র প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২১:২০   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ