আমাদের সাধ আছে সাধ্য কম - আনোয়ার হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের সাধ আছে সাধ্য কম - আনোয়ার হোসেন
রবিবার, ২৪ জানুয়ারী ২০২১



---

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তার নির্দেশেই আমরা আপনাদের কাছে আমরা ছুটে এসেছি। আর্তমানবতায় নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যই আমার রাজনীতি করার উদ্দেশ্য।

আমাদের সাধ আছে সাধ্য কম। জননেত্রী শেখ হাসিনার কারণে আমি আজকে জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে পারছি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে নিয়েই আমরা রাজনীতি করছি।

মানুষ যদি অনাহারে থাকে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবেনা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বন্দরের ২৪ ও ২৫নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে কয়েক শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পূর্বে তিনি এসব কথা বলেন।

রোববার (২৪ জানুয়ারী) বিকেলে বন্দরস্থ দক্ষিণ লক্ষণখোলা নূর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি ২৫ নং ওয়ার্ডের আহ্বায়ক আমজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি ২৪ নং ওয়ার্ডের আহবায়ক আজিজুল হাকিম ও সদস্য সচিব আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি ভূঁইয়া, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম আরমান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বন্দর থানার সদস্য সচিব আবেদ হোসেন, মহানগর আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, মহানগর যুব মহিলালীগ আহবায়ক নুরুন্নাহার সন্ধ্যা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৬   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ