সরকারের শর্ত আগে জানলে ‘টিকা আমদানিতে ঝুঁকিতে যেত না বেক্সিমকো’

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের শর্ত আগে জানলে ‘টিকা আমদানিতে ঝুঁকিতে যেত না বেক্সিমকো’
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১



---

করোনাভাইরাস প্রতিরোধী টিকা আমদানির বিষয়ে সরকারি শর্তগুলো আগে জানলে বেক্সিমকো ঝুঁকি নিতো না বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

আজ রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে করোনা ভ্যাকসিন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ভ্যাকসিন আমদানি বিষয়ে সরকারের কাছে এক ডলার করে চেয়েছিল বেক্সিমকো। কিন্তু সরকার যে শর্ত দিয়েছে সেটি আগে জানলে বেক্সিমকো ঝুঁকিতে যেত না।

পাপন বলেন, ‘ইনিশিয়ালি আমরা যখন করেছিলাম আমাদের ধারণা ছিল কিছু লাভ তো থাকবেই। আমরা সরকারের কাছে চেয়েছিলাম ১ ডলার। অক্সফোর্ডের ভ্যাকসিন সরকার সরাসরি নিচ্ছে। এখানে সবাই ভাবছে আমাদের মাধ্যমে। ভ্যাকসিনের মূল্য কিন্তু সরকার সরাসরি ঠিক করেছে। আমাদের তো কমিশন একটা লাগবে। আমাদের দেশে যে ওষুধ আসে তার ২০ শতাংশ কমিশন পায় আমদানিকারক। তাই আমরা চিন্তা করেছি যে ৮০ পয়সায় (আমেরিকান ডলার) এমনিতেই পেয়ে যাবো। আর সেখানে কোনো দায় দায়িত্ব নাই, কাজ নাই। সেই জায়গায় আমরা ১ ডলার চেয়েছিলাম সেফসাইডে থাকার জন্য।’

বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সরকার সেটা মেনে নিয়ে যে শর্ত দিয়েছে সেটা যদি আগে জানতাম আমরা অবশ্যই এর মধ্যে যেতাম না। এই শর্ত মেনে ১ ডলারে এই রিস্ক কেউ নেবে বলে আমার মনে হয় না। তারপরও লাভ হতে পারে সেটা জানি না তো। লসের চান্সটা শুধু একটু চিন্তা করেন। যদি কোল্ড চেইন মেইনটেইন না হয়, বোতল ভাঙা থাকে, খালি থাকে, আমার কিন্তু সরকারকে দিতে হবে। আমাকে ৮ ডলারেই কিনে দিতে হবে। আমি কিন্তু ৩ ডলারে কিনতে পারবো না।’

সব জেলায় ভ্যাকসিন পৌঁছাতে হবে জানিয়ে পাপন বলেন, ‘শুধু পৌঁছানো নয়, কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখন ধরা যাক কোনো শিপিং কার্টনে বাইরের দিকে ঠিক আছে। খোলার পর দেখা গেল ভেতরে দুই তিনটা ভাঙা। সবসময় কেনার পরিমাণের সঙ্গে অতিরিক্ত কয়েক শতাংশ সরকার ক্রয়ের আগে ধরে। কিন্তু সরকার একদম ৩ কোটি ডোজই হিসাব করেছে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। এখন যদি ড্যামেজ হয় কিংবা কোনো এক্সিডেন্টে ক্ষতি হয় এর সব দায় বেক্সিমকোর।’

বাংলাদেশ সময়: ৮:৩৯:৪৯   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ