নিউজ২নারায়ণগঞ্জঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ইসলাম মানবতার ধর্ম- ইসলাম শান্তির পথ দেখায়। পবিত্র রমজান আত্মশুদ্ধির মাধ্যমে খাঁটি মানুষ হওয়ার শিক্ষা দেয়। রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবপ্রেমী হতে তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি আজ ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন ২ নং এলডি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’ ঢাকা আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির বক্তৃতাকালে এসব কথা বলেন।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতায় খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বলেন, এ ইফতার মাহফিল ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়াবাসীকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে উপস্থিত সবার মধ্যে সাক্ষাত ও ভাববিনিময়ের সুযোগ তৈরী হয়েছে। তিনি ভ্রাতৃত্বরোধ ও সেবার মানসিকতা নিয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
মাউশির’র সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনসহ ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিঞা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ০:৪৮:১২ ৪৪২ বার পঠিত