লক্ষ্মীপুরে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে স্বরাষ্ট মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারসের তালিকাভুক্ত মাদক বিক্রেতা তৌহিদুল ইসলাম ওরফে দিপু খন্দকারসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:০৫:০৬ ৩৮১ বার পঠিত