রাজশাহীতে হোটেলে জোড়া খুন: আরেক আসামির স্বীকারোক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে হোটেলে জোড়া খুন: আরেক আসামির স্বীকারোক্তি
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭



---রাজশাহীর আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালে দেড় বছর আগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণ-তরুণীকে খুনের ঘটনায় আরেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম কুদরত-ই-খুদা তার জবানবন্দি গ্রহণ করেন।

স্বীকারোক্তি দেয়া এই আসামির নাম বোরহান কবির ওরফে উৎস। তিনি রাজশাহী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শেষবর্ষের ছাত্র। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলা সদরে। বাবার নাম শফিউল কালাম।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মুহিদুল ইসলাম জানান, আদালতে উৎস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। খুনের আগে তিনি ওই তরুণীকে ধর্ষণের কথাও স্বীকার করেছেন। উৎস আদালতে বলেছেন, বন্ধুদের প্ররোচণায় পড়ে তিনি এমন অপরাধ করেছেন।

গত বছর ২২ এপ্রিল রাজশাহীর অত্যাধুনিক হোটেল নাইসের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া নাসরিনের লাশ উদ্ধার করা হয়। মিজানুরের লাশ ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। আর সুমাইয়ার লাশ ছিল বিছানায়।

ওই সময় হোটেল কর্তৃপক্ষ প্রচার চালায়, ওই দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পরের দিন সুমাইয়ার বাবা আব্দুল করিম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এতে তরুণ-তরুণী দুজনকেই হোটেল কর্মচারীদের সহযোগিতায় হত্যার অভিযোগ করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এরপর মামলাটি তদন্ত শুরু করেন বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা। পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত করেছিল পিবিআই। তবে পুলিশ পরিদর্শক সেলিম বাদশা মামলাটির তদন্ত শেষে সুমাইয়াকে ধর্ষণের পরে হত্যা করে মিজানুর নিজেই আত্মহত্যা করেছেন বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

কিন্তু এ প্রতিবেদনে সুমাইয়ার বাবা পুলিশের এসআই আব্দুল করিম আপত্তি তোলেন। এরপর পিবিআই ফের মামলার তদন্ত শুরু করে। সম্প্রতি সংস্থাটি মুঠোফোন ট্রাকিংয়ের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়। এদের মধ্যে চারজনকে গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- পাবনার ফরিদপুর থানার জন্তীহার গ্রামের আহসান হাবিব ওরফে রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাহাত মাহমুদ, রাজশাহী কলেজের ছাত্র আল-আমিন এবং বোরহান কবির উৎস। পরদিন তাদের আদালতে হাজির করা হয়।

এ সময় রনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে বাকিরা ওই দিন আদালতে স্বীকারোক্তি দিতে চাননি। তাই তদন্ত কর্মকর্তার আবেদনেরভিত্তিতে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে সোমবার এই তিনজনকে আদালতে তোলা হয়। এ সময় উৎসও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে বাকি দুজন এখনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, জেরার মুখে আসামিরা সবাই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে বাকি দুই আসামি আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। অন্য দুজন মনে করেছেন, প্রথমবারের মতো এমন অপরাধের কারণে আদালত তাদের সর্বোচ্চ সাজা দেবেন না। তাই তারা স্বীকারোক্তি দিয়েছেন।

এর আগে আসামি রনি তার জবানবন্দিতে বলেছেন, তারা সবাই ঘনিষ্ঠ বন্ধু। রাহাত মাহমুদের সঙ্গে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। পরে মিজানুরের সঙ্গে নতুন করে তার প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে রাহাত তার ওপর প্রতিশোধ নেয়ার জন্য পরিকল্পনা করেন। এরই মধ্যে মিজানুরের সঙ্গে দেখা করার জন্য সুমাইয়া রাজশাহীতে আসছিলেন।

সে সময় মিজানুর ফোন করে রনির কাছে জানতে চান শহরের কোন হোটেলে উঠলে ভালো হয়। রনি তাকে হোটেল নাইসে উঠার পরামর্শ দেন। মিজানুর-সুমাইয়া ওই হোটেলে উঠলে পরিকল্পনা অনুযায়ী ২১ এপ্রিল রাত ৮টা থেকে ১০টার মধ্যে হোটেল কক্ষে তাদের খুন করা হয়। মিজানুরের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে সবাই মিলে ধর্ষণের পর সুমাইয়াকে হত্যা করা হয় বালিশ চাপা দিয়ে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৯   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ