জাতীয় বিশ্ববিদ্যালয় রজতজয়ন্তী উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির গাজীপুর ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
২৫ ও ২৬ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করা হবে বলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রজতজয়ন্তী উপলক্ষে বুধবার বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, অ্যাডভোকেট রহমত আলী এমপি, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, ১১টা ৩০ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, ১১টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা এবং বেলা ১টায় স্মৃতিচারণ।
২৬ অক্টোবর সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ৫ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, সকাল সোয়া ১০টায় আলোচনাসভা, বিকেল ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ এবং সাড়ে ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।
বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৫ ৩১০ বার পঠিত