কাঠমান্ডুতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত সার্ক বৈঠক শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঠমান্ডুতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত সার্ক বৈঠক শুরু
শুক্রবার, ২৯ জুন ২০১৮



--- সার্ক ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং ভিসা বিশেষজ্ঞদের কোর গ্রুপের বৈঠক বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে শুরু হয়েছে।

ঢাকায় পাঠানো সার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশসমূহের ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কোর গ্রুপ এ অঞ্চলে সার্ক নিরাপত্তা সফটওয়ার উন্নয়ন বাস্তবায়নসহ সার্ক ভিসা রহিত করার প্রক্রিয়া সহজ করার বিষয় নিয়ে আলোচনা করবে।

সার্কের সেক্রেটারি জেনারেল আমজাদ হুসাইন বৈঠকে বলেন, সার্ক ভিসা রহিত প্রক্রিয়া চালুকে এই অঞ্চলের জনগণ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, এ অঞ্চলে আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক সম্পর্ক এবং পর্যটন উন্নয়ন অপরিহার্য। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভিসা মুক্ত সার্ক অঞ্চল করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের অক্টোবরে সার্ক সচিবালয়ে কোর গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সার্ক ভিসা রহিত স্কিমের জন্য একটি নিরাপত্তা সফট্ওয়ার উন্নয়নের প্রস্তাব আহ্বান করা হয়। এতে আরো বলা হয়, এই বৈঠকে এই স্কিমের অধিন একটি ইলেক্ট্রোনিক ভিসা চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯০ সালে মালদ্বীপে প্রথম সার্ক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সার্ক ভিসা এক্সামশন স্কিম চালু করার সিদ্ধান্ত হয়। ১৯৯২ সালে প্রকল্প কাজ শুরু হয়। এতে জনগণকে এ অঞ্চলের দেশসমূহে ভিসা মুক্ত ভ্রমণের সুযোগের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০৩   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ