রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন কাল
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭



---রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার দুই দিনের সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন। বুধবার বিকাল ৩টায় তিনি হেলিকপ্টারযোগে রাজশাহী পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী, এ দিন বিকালে রাষ্ট্রপতি রাজশাহী কেন্দ্রীয় কারাগার এবং পদ্মার টি-বাঁধ পরিদর্শন করবেন।

রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ’৬০-এর দশকে রাষ্ট্রপতি আবদুল হামিদ পাকিস্তানবিরোধী আন্দোলনের সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে রাজবন্দি ছিলেন। এ কারণে তিনি স্মৃতিবিজড়িত এ স্থানটি পরিদর্শন করবেন।

এরপর রাষ্ট্রপতি রাজশাহীর দর্শনীয় স্থান পদ্মার টি-বাঁধে যাবেন। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি পদ্মা নদীতে নৌভ্রমণ করবেন। পরদিন বৃহস্পতিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সেনানিবাসে এক প্যারেড কমান্ডো ব্যাটালিয়নের জাতীয় পতাকা প্রদান করবেন।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে টি-বাঁধ এলাকায় সাজসজ্জার কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রমের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য অধিদপ্তর যুক্ত হয়েছে। রাষ্ট্রপতির টি-বাঁধ পরিদর্শন উপলক্ষে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার দুপুরে টি-বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সেখানে পুরোদমে সাজসজ্জার কাজ চলছে। টি-বাঁধের ওপর রাষ্ট্রপতির জন্য বানানো হচ্ছে একটি প্যান্ডেল। সেখানে বসে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাষ্ট্রপতি। তার নৌভ্রমণ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশকিছু স্পিডবোটও আনা হয়েছে। পুরো এলাকায় সাধারণ দর্শনার্থীদের চলাচলও সংরক্ষিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩২:০৪   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ