ফরিদপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে দেশের ১২টি জেলার সমাজভিত্তিক প্রচারাভিযানমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাষক উম্মে সালমা তানজিয়া।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ওরগানাইজেশন ফর মাইগ্রেশনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- অধ্যক্ষ মোশারফ আলী, প্রকল্প সহকারী রিপন চক্রবর্তী, প্রকল্প সমন্বয়কারী নির্মল মজুমদার, আবু মো. রেজাউল করিম প্রমুখ।
এসময় দেশের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, ছাত্র, ধর্মীয় নেতা, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্বসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৩৫:২৮ ৩৮২ বার পঠিত