ভুয়া জন্ম সনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়ে কক্সবাজারে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। আটক দুই নারীকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে জেলা পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স তাদের সাজা দেন।
ইউএনও বলেন, সকল চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিবসহ সকলকে রোহিঙ্গা বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। যদি কেউ রোহিঙ্গাদের এদেশের নাগরিক হতে সহযোগিতা করেন- তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:২৭:০৪ ৩৩৩ বার পঠিত